পাঞ্জাব পুলিশ ড্রাগ ও অস্ত্র পাচারে অভিনব এক চক্রের সন্ধান পেয়েছে। চক্রটি পাঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে রিমোটচালিত ড্রোনের সাহায্যে বর্ডারের দুই পারে পাচারের কাজ চালাত। 

এ ঘটনায় জড়িত দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খবর পিটিআই ও এনডিটিভির।

পুলিশ একটি কোয়াডকপ্টার ড্রোন জব্দ করেছে। নজরদারির জন্য এ ধরনের ড্রোন সেনাবাহিনী সীমান্তে ব্যবহার করে থাকে। সেই ড্রোন নিজেদের কাজে লাগিয়েছিল পাচারকারীরা। ড্রোনে ড্রাগ এবং অস্ত্র লাগিয়ে তা সীমান্তের একদিক থেকে অন্যদিকে রিমোটের সাহায্যে পাঠিয়ে দেওয়া হতো। নিরাপদ জায়গায় ড্রোনটি নামানো হতো। পাচারকারীরা প্রয়োজনীয় জিনিস খুলে ফের তা পাঠিয়ে দিত সীমান্তের অন্যপ্রান্তে। পাকিস্তানের জঙ্গি সংগঠন এবং খালিস্তানপন্থি সংগঠন এই চক্রের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

অমৃতসর গ্রামীণ পুলিশ অভিযান চালিয়ে লখবীর সিং এবং বাচিত্তার সিং নামে দু'জনকে আটক করেছে। তারা দু'জনই পাঞ্জাবের বাসিন্দা। তাদের জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য মিলছে। সন্ধান পাওয়া যাচ্ছে চক্রের অন্য সদস্যদেরও। জব্দ করা ড্রোনটি থেকে একটি দশমিক ৩২ বোরের পিস্তল, গুলি এবং ড্রাগ উদ্ধার করা হয়েছে। তাদের জেরা করে খালিস্তানপন্থি সংগঠনের যোগ মিলেছে।

পাঞ্জাব পুলিশের প্রধান দীনকর সিং সংবাদমাধ্যমকে জানান, পাকিস্তানের কুখ্যাত ড্রাগ মাফিয়া চিশতির সঙ্গে নিয়মিত তাদের যোগাযোগ ছিল বলে জেরায় লখবীর জানিয়েছে।