যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা নিয়েছেন। তার টিকা নেওয়ার দৃশ্য হোয়াইট হাউস থেকে টেলিভিশনে সরাসরি দেখানো হয়েছে।

টিকা নিয়ে জনমনে শঙ্কা দূর করা এবং এর নিরাপত্তা সম্পর্কে সবাইকে আশ্বস্ত করতেই এই ভিডিও সম্প্রচার করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। খবর বিবিসির

টিকার ডোজ নেওয়ার পর পেন্স বলেছেন, আমি কিছুই বুঝতে পারিনি। টিকার প্রতি মানুষের আস্থা তৈরির চেষ্টা করছি।

পেন্সের স্ত্রী এবং যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল জেরোমে অ্যাডামসও হোয়াইট হাউসে টিকা নিয়েছেন। 

গত সোমবার থেকেই যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া শুরু হয়েছে। দেশটিতে প্রথম অনুমোদন পাওয়া এই টিকা করোনাভাইরাস মোকাবিলায় ৯৫ শতাংশ কার্যকর।