পাকিস্তানে ‘নিখোঁজ’ শিয়া মুসলিমদের সন্ধানের দাবিতে আগামী ২৫ ডিসেম্বর থেকে আন্দোলনের ডাক দিয়েছে ভুক্তভোগীদের পরিবার।

শুক্রবার করাচিতে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ আন্দোলনের ডাক দেন। খবর দ্য ডনের

নিখোঁজ শিয়া মুসলিমদের জন্য গঠিত যৌথ অ্যাকশন কমিটি তাদের সমর্থন দিয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা নতুন করে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। 

কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহর জন্মবার্ষিকী ২৫ ডিসেম্বর। ওইদিনই কায়েদ-ই-আজমের মাজারের বাইরে বিক্ষোভকারীরা সমাবেশ করবেন বলে জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে মজলিশ ওয়াহদাতুল মুসলিমিন (এমডব্লিউএম) পাকিস্তানের উপ-মহাসচিব আল্লামা সৈয়দ আহমেদ ইকবাল রিজভী এবং ইমামিয়া ছাত্র সংগঠনের সভাপতি আরিফ হুসেন আলজানি বক্তব্য রাখেন।

তারা স্পষ্ট জানিয়ে দেন, শিয়া মুসলিমরা আইনের শাসনে বিশ্বাসী, তবে ‘অঘোষিত আটকে রাখা বা জোরপূর্বক নিখোঁজ হওয়া’ অনাচারের প্রমাণ।

তারা বলেছেন, আমরা বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছি, নিখোঁজদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাদের আইনের মাধ্যমে আদালতে হাজির করতে পারেন। কিন্তু তা করা হচ্ছে না।  

তারা বলেন, আন্দোলনটি পুরো পাকিস্তানে ছড়িয়ে দেওয়া হবে। শেষ পর্যন্ত তারা দেশটির সংসদের বাইরেও অবস্থান নেবেন। তারা নিখোঁজদের অবিলম্বে মুক্তির দাবি জানান। 

এদিকে শিয়া অধিকার কর্মীরা অভিযোগ করে আসছেন, নিখোঁজদের পরিবার বিশ্বাস করে, গোয়েন্দা সংস্থাগুলো তাদের জোর করে উঠিয়ে নিয়ে গেছে।

তবে পাকিস্তান সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছে, নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে যেভাবে নিরাপত্তা বাহিনীকে ঢালাওভাবে দোষারোপ করা হয়, সেটি ঠিক নয়।