ঢাকা মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

গাজা দখলে আগ্রহ নেই ইসরায়েলের, বললেন রাষ্ট্রদূত

গাজা দখলে আগ্রহ নেই ইসরায়েলের, বললেন রাষ্ট্রদূত

গাজার একটি ভবনে ইসরায়েলি বোমা হামলার পরের দৃশ্য। ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ০৪:৩৪ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ০৪:৩৪

গাজায় ইসরায়েলের দখলদারিত্ব হবে ‘বড় ভুল’-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এমন মন্তব্যের প্রেক্ষিতে ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছেন, গাজা দখলের কোন আগ্রহ নেই ইসরায়েলের। খবর বিবিসির

ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান সিএনএনকে বলেন, ‘আমরা কেবল বেঁচে থাকার জন্য লড়াই করছি। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে হামাসকে নির্মূল করা। এজন্য আমাদের যা কিছু প্রয়োজন, তাই করব।’

ইসরায়েল হামাসকে নিমূল করলে গাজা উপত্যকা কার শাসন করা উচিত জানতে চাইলে গিলাদ এরদান বলেন, ইসরায়েল যুদ্ধের একদিন পর কী ঘটবে তা নিয়ে চিন্তা করছে না। 

সিবিএস নিউজের সিক্সটি মিনিট অনুষ্ঠানে বাইডেনের মন্তব্যের পর এমন বক্তব্য এলো ইসরায়েলের পক্ষ থেকে। 

সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইসরায়েল আবারও গাজা উপত্যকা দখলের চেষ্টা করলে তা 'বড় ভুল' হবে।

সিবিএস নিউজের সিক্সটি মিনিট অনুষ্ঠানে বাইডেনকে প্রশ্ন করা হয়- আমেরিকার মিত্র যদি গাজা দখল করে তাহলে আপনি সমর্থন দেবেন কি? জবাবে তিনি বলেন, 'আমি মনে করি, এটা বড় ভুল হবে।'

তিনি আরও বলেন, 'হামাস সব ফিলিস্তিনির প্রতিনিধিত্ব করে না। তবে সেখানে অভিযান চালিয়ে চরমপন্থিদের বের করে দেওয়া জরুরি।'

whatsapp follow image

আরও পড়ুন

×