পুতিনের সফরকে সামনে রেখে চীনে ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারগেই ল্যাভরভ। ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ২২:৫২ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ২২:৫২
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফর সামনে রেখে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সারগেই ল্যাভরভ চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। বুধবার তিনি উত্তর কোরিয়া সফর করতে পারেন। গতকাল সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। খবর এএফপির।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, একটি প্রতিনিধি দল নিয়ে ল্যাভরভ বেইজিংয়ে পৌঁছান। আজ থেকে সেখানে দু’দিনব্যাপী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ১০ বছর পূর্তির অনুষ্ঠান রয়েছে। এতে বিশ্বের ১৩০টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। থাকছেন রুশ প্রেসিডেন্ট পুতিনও। এর আগে গত মাসে রাশিয়া সফর করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ই।
এদিকে কাতারের মধ্যস্থতায় হারানো সন্তানদের ফিরে পাচ্ছে ইউক্রেনের চারটি পরিবার। ৪ থেকে ১৭ বছর বয়সী এ শিশুরা বর্তমানে রাশিয়ায় কাতার দূতাবাসে রয়েছে। যুদ্ধের কারণে তারা বাবা-মার কাছে থেকে আলাদা হয়ে পড়েছিল। রাশিয়ার সঙ্গে সমঝোতার ভিত্তিতে এ শিশুদের নিজেদের হেফাজতে নেয় কাতার। তাদের মধ্যে একজনের মাকে আটক করেছিল রাশিয়া, আরেকজন রুশ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মায়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গতকাল কাতারের কর্মকর্তারা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
- বিষয় :
- রাশিয়া
- ভ্লাদিমির পুতিন
- সারগেই ল্যাভরভ