ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

গাজায় প্রতি ১৫ মিনিটে প্রাণ হারাচ্ছে একটি শিশু

গাজায় প্রতি ১৫ মিনিটে প্রাণ হারাচ্ছে একটি শিশু

হামলা থেকে বাঁচতে সন্তানদের নিয়ে স্কুলে আশ্রয় নিয়েছেন এক ফিলিস্তিনি মা। ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩ | ১৬:৪১ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ১৬:৪১

ইসরায়েলি বিমানবাহিনীর অব্যাহত বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় গড়ে প্রতি ১৫ মিনিটে একজন করে শিশুর মৃত্যু হচ্ছে। এমনটাই জানিয়েছে শিশুদের নিরাপত্তা ও অধিকার রক্ষাবিষয়ক আন্তর্জাতিক এনজিও সেভ দ্য চিলড্রেন। খবর এএফপির।

মঙ্গলবার এক লিখিত বিবৃতিতে যুক্তরাজ্যভিত্তিক এই সংস্থার পক্ষ থেকে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলি বিমানবাহিনীর গত ১১ দিনের অভিযানে ১ হাজারেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে, অর্থাৎ গড় হিসাবে প্রতি ১৫ মিনিটে একজন করে শিশুর মৃত্যু ঘটছে গাজায়।

গত ১২ দিন ধরে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আবাসিক ভবন থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও অ্যাম্বুলেন্স কোনো কিছুই হামলা থেকে বাদ যাচ্ছে না। 

এদিকে এরই মধ্যে পানি, খাবার ও জ্বালানি ফুরিয়ে আসছে। ফলে গাজায় মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে মৃত্যুর সংখ্যা আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করছে সংস্থাটি। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে গাজায়। গুরুতর আহত হয়েছেন প্রায় ১২ হাজার ৫০০ জন। 


whatsapp follow image

আরও পড়ুন

×