ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

গাজায় যাচ্ছে আরও ১৭ ট্রাক ত্রাণ

গাজায় যাচ্ছে আরও ১৭ ট্রাক ত্রাণ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩ | ১৩:০৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২৩ | ১৩:১০

মিসরের রাফাহ সীমান্ত দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দ্বিতীয় ধাপে ত্রাণবাহী ১৭টি ট্রাক প্রবেশ করেছে। স্থানীয় সময় রোববার এ ত্রাণবাহী ট্রাকগুলো গাজার উদ্দেশে রওনা হয়। মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যমের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর: আল-জাজিরা।

আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাকগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী রয়েছে। তবে জ্বালানি বা খাদ্যসামগ্রী বহন করা হচ্ছে না।

এদিকে ত্রাণ কর্মীরা বলেছেন, গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবিলায় আরও বেশি ত্রাণসামগ্রী প্রয়োজন। 

এর আগে শনিবার একই সীমান্ত দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণবাহী ২০টি ট্রাক পৌঁছায়। ওই ট্রাকে খাদ্য, পানি ও ওষুধ ছিল। 

আরও পড়ুন

×