শত্রুর হামলার জবাব দিতে রাশিয়ার পারমাণবিক মহড়া

রাশিয়ার পারমাণবিক মহড়া। ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ০৪:২৫ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ০৪:৩৮
হামাস-ইরায়েল সংঘাতের মধ্যে পারমাণবিক মহড়া চালিয়েছে রাশিয়া। শত্রুদের পারমাণবিক হামলার জবাব দিতে এ মহড়া চালিয়েছে ক্রেমলিন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এ তথ্য জানান। তিনি বলেনে, রাশিয়া ‘বিশাল’ পারমাণবিক মহড়া চালিয়েছে। ‘শত্রুর’ পারমাণবিক হামলার জবাব দিতে এ সামরিক মহড়া চালানো হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ মহড়ায় অংশ নিতে দেখা যায়। খবর: বিবিসি
ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এ মহড়া চালানো হয়েছে। এর মধ্যে রাশিয়ার পূর্বাঞ্চলীয় এলাকার পরীক্ষাগার থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অপরটি বারেন্টস সাগরে পরমাণুবাহী সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়।
সম্প্রতি রাশিয়ার পার্লামেন্ট মস্কোর বৈশ্বিক চুক্তি থেকে বের হয়ে যাওয়ার সমর্থন জানায়। চুক্তিতে পারমাণবিক অস্ত্রের সকল প্রকার পরীক্ষা নিষিদ্ধ করা হয়। এরপরই আবার এমন মহড়া চালাল রাশিয়া।
- বিষয় :
- রাশিয়া
- পারমাণবিক মহড়া