জিম্মিদের স্মরণে জেরুজালেমে জ্বলে উঠল ২২৪ আলো

ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ২৩:০৩ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ২৩:০৩
ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে জিম্মি ২২৪ ইসরায়েলির স্মরণে জেরুজালেমের আকাশ আলোকিত হয়েছিল ২২৪টি আলোক প্রজেক্টরের মাধ্যমে। বৃহস্পতিবার রাতে ‘আশার আলো’ নামে আলোক প্রদর্শনীতে জিম্মিদের ছবি এবং নামের পাশাপাশি আলোক রশ্মির প্রদর্শন করা হয়। খবর বিবিসির
ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে নজিরবিহীন হামলা চালিয়ে ১ হাজার ৪০০ জনকে হত্যার পাশাপাশি ২২৪ জন ইসরায়েলিকে ধরে গাজায় নিয়ে গিয়ে জিম্মি করে। ইসরায়েলের সেনাবাহিনী জিম্মির সংখ্যার এই হিসাব দিয়েছে।
গাজা থেকে এই জিম্মিদের ফিরিয়ে আনার চেষ্টায় আছে ইসরায়েল। গাজায় বিমান হামলার পাশাপাশি ইসরায়েল স্থল অভিযানের পরিকল্পনা করছে মূলত জিম্মিদের উদ্ধার করা এবং হামাসকে নির্মূল করার জন্য।
সম্প্রতি কাতারের মধ্যস্থতায় দুই মার্কিনিসহ দুই ইসরায়েলি নারীকে মুক্তিও দিয়েছে হামাস যোদ্ধারা। তবে জিম্মিদের এই মুক্তিতেও গাজায় হামলা থামায়নি ইসরায়েল।
ইসরায়েলের অবিরাম হামলায় এখন পর্যন্ত গাজায় ৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।