গাজায় ২৩ দিনে নিহত ৮৩০৬
শতাব্দীর অন্যতম ভয়াবহ হামলা চলছে গাজায়।
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩ | ০২:০০ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ০২:০০
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলা ও গোলাবর্ষণে গত ২৩ দিনে ৮ হাজার ৩০৬ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল সোমবার জানিয়েছে, নিহতদের মধ্যে ৩ হাজার ৪৫৭ জন শিশু এবং ২ হাজার ১৩৬ জন নারী। খবর রয়টার্সের।
নিহতদের মধ্যে বৃদ্ধ রয়েছেন ৪৮০ জন। পশ্চিম তীরে নিহত হয়েছেন ১১৯ ফিলিস্তিনি। এ ছাড়া ইসরায়েলি হামলার পর গাজায় ১ হাজার ৯৫০ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৫০ জন শিশু।
এদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০৫ জন নিহত হন। নিহতদের মধ্যে তিন শতাধিক সেনা। এ ছাড়া নিজেদের বন্দিদের মুক্ত করে আনতে দুই শতাধিক ইসরায়েলিকে গাজায় জিম্মি করে রেখেছে হামাস। এসব জিম্মির বেশ কয়েকজনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে।
গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। এরপর থেকে ইসরায়েল গাজায় হামলা শুরু করে।