ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

হামাসের সিনিয়র কমান্ডার নিহত: ইসরায়েল

হামাসের সিনিয়র কমান্ডার নিহত: ইসরায়েল

ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ০১:২৭ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ০৭:৩১

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের সিনিয়র কমান্ডার মুহাম্মাদ আসর নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ বৃহস্পতিবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মুহাম্মাদ আসর হামাসের ‘এন্টিট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ইউনিট’ এর প্রধান ছিলেন। তার নেতৃত্বে হামাস ইসায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে অসংখ্য ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বিবৃতিতে বলা হয়েছে, আসার গাজা জুড়ে হামাসের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার জন্য দায়ী ছিলেন।
তবে হামাসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন