আবারও যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩ | ০০:৪৮ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ | ০৬:৪৯
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় সাময়িক যুদ্ধবিরতির আহ্বান আবারও প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, এ ধরণের কোনো উদ্যোগে তাঁর সায় নেই।
শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। এ দিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন নেতানিয়াহুর কাছে কিছু সময়ের জন্য মানবিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেন।
নেতানিয়াহু বলেন, গত অক্টোবরের ৭ তারিখে হামাস যখন ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায়, তখন যাঁদের আটক করা হয়েছিল, তাঁদের মুক্তি দিতে হবে। হামাসের হাতে আটক ব্যক্তিদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সাময়িক যুদ্ধবিরতির কোনো প্রস্তাবে রাজি হবে না ইসরায়েল।
এর আগে ৩০ অক্টোবর যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন নেতানিয়াহু। সূত্র: বিবিসি