গাজা এখন দুই ভাগ হয়ে গেছে, দাবি ইসরায়েলের

ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ০৬:৪৭ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ১৮:২৫
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, গাজা এখন উত্তর গাজা ও দক্ষিণ গাজা এই দুই ভাগে বিভক্ত। ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, বেসামরিক মানুষ এখন দক্ষিণ গাজায় যেতে পারছেন এবং তাদের সেখানেই চলে যাওয়া উচিত।
গাজায় টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। ইসরায়েলের আক্রমণের ফলে এই অবস্থা হয়েছে বলে ফিলিস্তিনি টেলিকম সংস্থা প্যালটেল জানিয়েছে।
গাজায় নিহতের সংখ্যা বাড়ছেই। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, পণবন্দিদের ফেরত না দিলে যুদ্ধবিরতি হবে না। যতক্ষণ আমরা বিজয়ী না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সামনে লড়াই করা ছাড়া আর কোনো বিকল্প নেই।'
গাজার বাসিন্দা আবু হাসেরিয়া জানিয়েছেন, 'ইসরায়েলের আক্রমণ দেখে মনে হচ্ছে যেন প্রবল ভূমিকম্প হচ্ছে। তারা পুরো এলাকা ধুলোয় মিশিয়ে দিচ্ছে।'
- বিষয় :
- আন্তর্জাতিক