গাজায় ইন্দোনেশিয়ান হাসপাতালে ইসরায়েলি বোমা হামলা, নিহত ৮
ছবি: আল-জাজিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩ | ১১:৩৫ | আপডেট: ২০ নভেম্বর ২০২৩ | ১৮:২৯
অবরুদ্ধ গাজা উপত্যকায় একের পর এক হাসপাতালগুলোকে লক্ষ্য করে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এবার গাজায় ইন্দোনেশিয়ান হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। হামলার পর রেড ক্রসের এক কর্মী মেডিকেল সাহায্যের জন্য জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছেন। খবর আল-জাজিরার
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় কমপক্ষে দুইজন চিকিৎসক আহত হয়েছেন।
হাসপাতালটির চিকিৎসকরা জানিয়েছেন, কোন ধরনের সতর্ক বার্তা ছাড়াই গতকাল রাতে ইসরায়েল হাসপাতালে হামলা চালায়।
এর আগে আল-জাজিরার গাজা প্রতিনিধি সাফওয়াত আল-কাহলত জানায়, ইসরায়েলি বাহিনীরা আল-শিফা হাসপাতালের পুনরাবৃত্তি ঘটাতে চায় ইন্দোনেশিয়া হাসপাতালে।
এদিকে ইসরায়েলের বোমা হামলায় হাসপাতালটি পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বোমার একটি আঘাতে সেখানকার জেনারেটরও নষ্ট হয়ে গেছে। মোবাইল ফোনের আলো জ্বালিয়ে রোগীদের সেবা দিচ্ছেন চিকিৎসকরা।
- বিষয় :
- আন্তর্জাতিক