৯ দিন আটকা ৪১ শ্রমিক
খোঁড়া হচ্ছে নতুন সুড়ঙ্গ, বিশেষ বার্তা মোদির

উত্তরাখণ্ডের সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ শ্রমিক। ছবি-বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ০৬:০৭
ভারতের উত্তরাখণ্ডের সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে নতুন সুড়ঙ্গ খুঁড়ছেন উদ্ধারকারীরা। ৪১ জন শ্রমিক নিয়ে ধসে পড়া সুড়ঙ্গ থেকে তাদের উদ্ধারে দুটি সমান্তরাল সুড়ঙ্গ তৈরির পরিকল্পনা করছেন উদ্ধারকারীরা। এর মাধ্যমে শ্রমিকদের উদ্ধারকাজ অনেকটা সহজ বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে এ পরিস্থিতিতে আটক শ্রমিকরা যাতে মনোবল না হারান, গতকাল সোমবার সেই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামীর সঙ্গে এ বিষয়ে ফোনে কথা বলেন তিনি। শ্রমিকদের উদ্ধারকাজে কেন্দ্রীয় সরকার সব রকম সাহায্য করছেন বলে ধামীকে প্রতিশ্রুতি দিয়েছেন মোদি।
শ্রমিকদের উদ্ধারে জোরেশোরে কাজ চললেও এখন পর্যন্ত আশার আলো দেখা যায়নি। শুক্রবার সুড়ঙ্গে প্রবেশ পথের পাথর সরাতে গিয়ে জোরে শব্দ শুনতে পান উদ্ধারকারীরা। এর পর থেকে বন্ধ রয়েছে উদ্ধারকাজ। তার পরই নতুন দুই সমান্তরাল সুড়ঙ্গ খোঁড়ার পরিকল্পনা নেওয়া হয়। এ ছাড়া তাদের কাছে এখন ভাত, রুটি ও তরকারি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এসবের সঙ্গে অবসাদ কাটানোর ওষুধও পাঠানো হবে আটকে থাকা শ্রমিকদের কাছে। খবর এনডিটিভির।