নুসেইরাত ক্যাম্পে ইসরায়েলের হামলা, নিহত ১৭

ছবি: টাইমস অব ইসরায়েল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ১০:০৩
অবরুদ্ধ গাজা উপত্যকায় নুসেইরাত রিফিউজি ক্যাম্পে ইসরায়েলের হামলায় ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, মধ্যরাতের ওই বিমান হামলায় নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। খবর আল-জাজিরার
প্রতিবেদনে বলা হয়ে, ওই শরণার্থী শিবিরের হামলায় আহত হয়েছেন অনেকে। গাজার মধ্যাঞ্চলে ওই শরণার্থী শিবিরটি অবস্থিত।
এদিকে জাবালিয়ার একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৩ হাজারে পৌঁছেছে। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৫ হাজার ৫০০টির বেশি শিশু রয়েছে। আর নারী ৩ হাজার ৫০০ জন।
- বিষয় :
- আন্তর্জাতিক