- আন্তর্জাতিক
- কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪
কানাডার উত্তর আলবার্টায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একই পরিবারের দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। ইংরেজি নববর্ষের প্রথম দিন এ দুর্ঘটনা ঘটে।
বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটি আলবার্টার গ্র্যান্ড প্রেইরির উত্তর-পূর্বে বার্চ হিলস কাউন্টি অঞ্চলে একটি কৃষকের জমিতে পড়েছিল। সেখান থেকেই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এবং মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে রয়েল কানাডিয়ান মাউন্টেন পুলিশ।
হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে মাউন্টেন পুলিশ গ্র্যান্ড প্রেইরির পাহাড়ি এলাকার কাছ থেকে জরুরি সাহায্য বার্তা পায়। এরপরই উদ্ধার অভিযান শুরু করে পুলিশ।
কানাডিয়ান মাউন্টেন পুলিশ জানায়, হেলিকপ্টারটিতে একই পরিবারের চারজন ছিল। এটি ব্যক্তিমালিকানাধীন ছিল এবং তাদের ভ্রমণের সঠিক কারণ জানা যায়নি।
মন্তব্য করুন