- আন্তর্জাতিক
- কৃষকের মামলা নিচ্ছেন ভারতের সুপ্রিম কোর্ট
কৃষকের মামলা নিচ্ছেন ভারতের সুপ্রিম কোর্ট

ফাইল ছবি
নতুন কৃষি আইন বাতিলের দাবি নিয়ে দেড়মাস ধরে আন্দোলনে ভারতের কৃষকরা। সরকারের সঙ্গে বারবার বৈঠকে বসেও এখনো এর কার্যকর কোনো সমাধান হয়নি । মরিয়া কৃষকরা আন্দোলনের মাত্রা চড়াচ্ছেন ক্রমশ।
এরইমধ্যে আইনি উপায়েও চেষ্টা করছেন তারা। চাইছেন বিচার বিভাগ এতে হস্তক্ষেপ করুক। শেষ পর্যন্ত তা-ই হতে যাচ্ছে। সরকারের বিরুদ্ধে কৃষকদের মামলায় শুনানি নিতে রাজি হয়েছেন সুপ্রিম কোর্ট। বুধবার সর্বোচ্চ আদালতের তরফ থেকে জানানো হয়েছে, কৃষি আইনের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার শুনানি হবে। শুনানির দিন ধার্য করা হয়েছে ১১ জানুয়ারি। খবর আনন্দবাজার পত্রিকার।
এক মাসেরও বেশি সময় ধরে ভারতের, বিশেষ করে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা সরকারের নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। দিল্লির সিংঘু, টিকরিসহ একাধিক সীমানায় অবস্থান নিয়েছেন তারা। বন্ধ করে দিয়েছেন রাজধানীর সঙ্গে বিভিন্ন দিকের সড়ক যোগাযোগ। এ পর্যন্ত সাতবার আলোচনায় বসেও কোনো কাজ হয়নি। উভয় পক্ষের অনমনীয়তার কারণে কোনো ফয়সালা হয়নি।
কৃষকদের পক্ষে একটাই দাবি, আইন পুরোপুরি বাতিল করতে হবে। সরকারের কাছ থেকে পাওয়া কোনো স্তোকবাক্যেই আশ্বস্ত হতে পারছেন না তারা। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বলেছেন, পরিস্থিতির এক চুল পরিবর্তনও হয়নি।
কৃষকদের ফসল সরকারিভাবে ক্রয় বন্ধসহ আরো দুটি বিষয় নিয়ে মোদি সরকার নতুন কৃষি সংস্কার আইন পাস করিয়েছিল। কিন্তু বিক্ষুব্ধ কৃষকদের আন্দোলনের পাশাপাশি আইন বাতিলে আবেদন জানিয়ে আদালতে মামলা হয়। সরকার আন্দোলন প্রত্যাহার করে নিতে আহ্বান জানালে কৃষকরা বলেন, তারা এটা আরো জোরদার করবেন।
দিল্লির হাঁড়কাঁপানো শীতে অনেক কৃষক এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন। তবে আন্দোলন থেকে পিছু হটার কথা ভাবছেন না বিক্ষুব্ধ কৃষকরা
মন্তব্য করুন