- আন্তর্জাতিক
- ২৬ ফেব্রুয়ারি ডিরেক্টরস গিল্ডের নির্বাচন
২৬ ফেব্রুয়ারি ডিরেক্টরস গিল্ডের নির্বাচন

দেশের নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন আগামী ২৬ ফেব্রুয়ারি। গত ৯ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ওই সভায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অভিনেতা এসএম মহসিন, কমিশনের সদস্য ঝুনা চৌধুরী ও অনন্ত হীরার নাম ঘোষণা করা হয়।
এছাড়া আপিল বিভাগের দায়িত্ব পালন করবেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, মামুনুর রশীদ ও আবুল হায়াত।
শিগগিরই নির্বাচনী তফসিল ঘোষণা করবেন নির্বাচন কমিশনার। সংগঠনের দায়িত্ব নেওয়ার পর থেকে সফলতা ও ব্যর্থতা দুটোই স্বীকার করলেন সালাউদ্দিন লাভলু। তিনি বলেন, 'নানা বাধার পরও প্রথম বছরে বেশিরভাগ কাজেই আমরা সফল ছিলাম। টেলিভিশন মিডিয়ার সাংগঠনিক যে শক্ত ভিত দরকার, সেটা আমরা তৈরি করতে পেরেছি। সংগঠন হিসেবে আমরা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তিসহ বেশ কিছু সুবিধা নিশ্চিত করেছি।'
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর ডিরেক্টরস গিল্ডের দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি সালাউদ্দিন লাভলু ও সম্পাদক এসএ হক অলিক নির্বাচিত হন।
মন্তব্য করুন