- আন্তর্জাতিক
- জনপ্রিয় উপস্থাপক ল্যারি কিং আর নেই
জনপ্রিয় উপস্থাপক ল্যারি কিং আর নেই

ল্যারি কিং- ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ল্যারি কিং মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান ল্যারি কিং। তার বয়স হয়েছিল ৮৭ বছর। খবর দ্যা গার্ডিয়ানের
৬৩ বছরের ক্যারিয়ারে রেডিও, টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে কয়েক হাজার সাক্ষাৎকার নিয়েছেন ল্যারি কিং।
২৫ বছর সিএনএনে ‘ল্যারি কিং লাইভ’ টক শো উপস্থাপন করেন তিনি। এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান ল্যারি।
ল্যারি কিং ইউএসএ টুডে পত্রিকায় ২০ বছরের বেশি সময় ধরে একটি কলাম লিখে গেছেন। সম্প্রতি রাশিয়ার সরকারি সম্প্রচার মাধ্যম হুলু ও আরটিতে ‘ল্যারি কিং নাউ’ নামে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি।