ভারতে কৃষক বিক্ষোভের খবর প্রকাশ করায় কয়েকজন সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত সাংবাদিকরা গত সপ্তাহের সহিংসতার খবর বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইনে প্রকাশ করেছিলেন। 

এদের মধ্যে রয়েছেন ইন্ডিয়া টুডে টেলিভিশন চ্যানেলের রাজদীপ সারদেসাই এবং ইংরেজি ভাষায় প্রকাশিত ক্যারাভান ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক বিনোদ যোশি। খবর আল জাজিরার।

বিভিন্ন রাজ্যের বাসিন্দাদের নামে দায়ের করা এসব মামলার আর্জিতে বলা হয়ছে, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সাংবাদিকরা বিক্ষোভকারীদের সহিংসতায় জড়িয়ে পড়তে উস্কানি দিয়েছেন। তারা টুইটারে এবং বিভিন্ন সংবাদ প্রতিবেদনে অসত্য তথ্য পরিবেশন করেছেন। 

গত দুই মাস ধরে ভারতের বিভিন্ন প্রদেশের হাজার হাজার কৃষক নতুন তিনটি কৃষি আইনের প্রতিবাদে রাজধানী দিল্লির শহরতলীতে অবস্থান নিয়েছেন। তাদের অভিযোগ, নতুন আইনে তাদের স্বার্থ ক্ষুণ্ন করে বেসরকারি ক্রেতাদের সুবিধা করে দেয়া হয়েছে। এর ফলে তারা ক্রেতাদের খেয়াল খুশির শিকার হতে পারেন  বলে তাদের আশঙ্কা। 

তবে সরকার বলেছে, এতে কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। বরং নতুন আইনে তারা আরো বেশি সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

২৬ জানুয়ারি পুলিশ-কৃষক সংঘর্ষের ঘটনায় একজন কৃষক নিহত হন। বিক্ষাভকারীরা এর জন্য পুলিশকে অভিযুক্ত করেছেন। তবে পুলিশ বলেছে, তারা গুলি চালায়নি।

মামলা দায়ের করা উত্তর প্রদেশের একজন বাসিন্দা জানান, সাংবাদিকরা বিক্ষোভকারীদের সহিংসতার উস্কানি দিয়েছেন। অন্যরাও একই কথার পুনরাবৃত্তি করেন তাদের আবেদনে। ক্যারাভানের নির্বাহী সম্পাদক যোশী বলেন, তার প্রতিবেদক ঘটনাস্থলে থেকে মৃত ব্যক্তির আত্মীয়ের বরাত দিয়ে তার প্রতিবেদন তৈরি করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, এসব মামলা স্বাধীন ও মুক্ত মতপ্রকাশের পরিপন্থি। সরকার চায় কেবল তাদের কথাই বলা হোক।