বেইজিংয়ের প্রতিবেশীদের ভয় দেখানোর প্রচেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এ উদ্বেগ প্রকাশ করেন।

চীন-ভারত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) সেনাবাহিনীর মুখোমুখি অবস্থানের ভেতরেই মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) দ্বিপাক্ষিক আলোচনা করেছে দুই দেশ। এই আলোচনার পরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হলো। 

প্রাইস বলেন, প্রতিবেশীদের ভয় দেখানোর জন্য বেইজিংয়ের চলমান প্রচেষ্টার ধরন নিয়ে আমরা উদ্বিগ্ন। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সমৃদ্ধি, সুরক্ষা এবং মূল্যবোধকে এগিয়ে নিতে বরাবরের মতো আমরা বন্ধু ও মিত্রদের পাশে দাঁড়াব। খবর দ্য ইকোনমিক টাইমসের

ভারত-চীন সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মুখোমুখি অবস্থানের কথা উল্লেখ করে প্রাইস বলেন, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ সমাধান চায়।

তিনি বলেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা ভারত ও চীন সরকারের মধ্যে চলমান দ্বিপাক্ষিক আলোচনা সম্পর্কে জানি। আমরা সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সংলাপ এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষে সমর্থন অব্যাহত রেখেছি।

ভারত-যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বমূলক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্র সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাবে। আমরা নিশ্চিত যে, আমাদের অংশীদারিত্ব আরও দৃঢ় হবে। 

দ্বিপাক্ষিক আলোচনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এজেন্ডা নিয়ে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করেছে। ভারতীয় প্রতিনিধি দল চীনাদের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মেয়াদে নয়াদিল্লির অগ্রাধিকার সম্পর্কে অবহিত করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এজেন্ডা নিয়ে একযোগে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে উভয় পক্ষ।