যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছেন, এমন অভিযোগ নাকচ করে দিয়েছে হোয়াইট হাউস। বাইডেন ২০ জানুয়ারি ক্ষমতাগ্রহণের পর যেসব বিদেশি রাষ্ট্রপ্রধানকে ফোন করেছেন, তাদের মধ্যে নেতানিয়াহু না থাকায় দেশটির তরফ থেকে এ অভিযোগ উঠেছিল। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন তাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্রকে প্রথম দফায় ফোন না করায় এ নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জনও সুষ্টি হয়েছিল। খবর আল জাজিরার।

শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, আগামীতে প্রেসিডেন্ট অবশ্যই ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। সেটা যে শিগগিরই হবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি । তবে ঠিক কখন সেটা এ মুহূর্তে বলা যাচ্ছে না।

কিন্তু ফোন করতে বিলম্ব হওয়ায় এটা ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অসম্মান করা হলো কিনা এমন প্রশ্নের জবাবে সাকি বলেন, বিলম্বটা ইচ্ছাকৃতভাবে করা হয়নি। প্রেসিডেন্ট বাইডেন অবশ্যই জানেন নেতানিয়াহু কে? তিনি তার সঙ্গে আলাপ করার জন্য তৈরি হচ্ছেন।

মধ্যপ্রাচ্যে ইসরায়েল হচ্ছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প এবং তার পূর্বসূরি বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর পরই ইসরায়েলের সঙ্গে কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর বাইডেন চীন, মেক্সিকো, যুক্তরাজ্য, ভারত, ফ্রান্স, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার সঙ্গে কথা বললেও ইসরায়েলের সঙ্গে এখনো কথা বলেননি। ইসরায়েলি প্রধানমন্ত্রী এতে নিজেকে উপেক্ষিত মনে করেছেন।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিষয়ে ট্রোম্পের সঙ্গে নেতানিয়াহুর খুব দহরম মহরম থাকলেও বাইডেনের সঙ্গে তার সম্পর্ক অনেকটা হিমশীতল ধরনের ছিল। তাদের মধ্যে কখনো মুখোমুখি দেখা হয়নি।