- আন্তর্জাতিক
- এক বছর পর জনসমক্ষে কিম জং উনের স্ত্রী
এক বছর পর জনসমক্ষে কিম জং উনের স্ত্রী

ছবি: আল জাজিরা
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের স্ত্রী রি সল জু। এক বছর পর আবার জনসমক্ষে দেখা গেল তাকে। স্বামীর সঙ্গে যোগ দিয়েছেন একটি সঙ্গীতানুষ্ঠানে। রাষ্ট্রীয সংবাদপত্র রোডোং সিনমুন দম্পতির বেশ কিছু ছবিও প্রকাশ করেছে।
বুধবার উত্তর কোরিয়ায় ছিল রাষ্ট্রীয় ছুটির দিন। দিনটিতে উদযাপন করা হয় কিম জং উনের পিতা ও পার্টির সাবেক প্রধান কিম জং ইলের জন্মদিন। পিয়ংইয়ংয়ের মনসুদে আর্ট থিয়েটারে জন্মদিনের অনুষ্ঠানটি উদযাপন করা হয়। ছবিতে দেখা গেছে, স্বামী-স্ত্রী উৎসুকভাবে বসে আছেন দর্শকদের আসনে। দর্শকদের কেউ কেউ মাস্ক পরেছিলেন। তবে সামাজিক দূরত্ব বিধি মানতে কাউকে খুব একটা উৎসাহী মনে হয়নি। খবর আল জাজিরার।
দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (নিস) জানিয়েছে, গত এক বছর ধরে রি ঘরের বাইরে যাননি। করোনা কালে বাচ্চাদের দেখাশোনা করে সময় কাটান। নিস-এর ধারণা, কিম দম্পতির তিনটি বাচ্চা রয়েছে। তবে তাদের খবর খুব কমই প্রচার হয়ে থাকে।
পৃথিবী জুড়ে মহামারি চললেও উত্তর কোরিয়ায় কোভিড সংক্রমণের নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি। তবে নিস বলেছে, চীনের সঙ্গে দেশটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই উত্তর কোরিয়ায় ভাইরাসটির প্রাদুর্ভাবের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। অবশ্য গত বছরের গোড়ার দিকে উত্তর কোরিয়া তাদের সীমানা বন্ধ করে দেয়।
মন্তব্য করুন