- আন্তর্জাতিক
- অনৈতিক সম্পর্কের অভিযোগে এমন শাস্তি!
অনৈতিক সম্পর্কের অভিযোগে এমন শাস্তি!

ভিডিও থেকে নেওয়া ছবি
স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এক নারী। আর সেই সম্পর্ককে অনৈতিক দাবি করে এই নারীকে অদ্ভুত শাস্তি দিয়েছেন গ্রামবাসী। তাকে শাস্তি দেওয়ার ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের এক গ্রামে। খবর জিনিউজের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তিকে কাঁধে চড়িয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক নারী। তার পেছন পেছন হাঁটছেন বেশ কয়েকজন যুবক। ওই নারীকে খোঁচানোর জন্য তাদের হাতে লাঠি ও ব্যাট। হাঁটতে হাঁটতেই ওই নারীকে নিয়ে হাসি-ঠাট্টা করছেন তারা। আর এভাবেই ওই নারীকে পারি দিতে হয়েছে ২ কিলোমিটার রাস্তা।
জানা গেছে, মধ্যপ্রদেশের গুনা জেলার সাগাই এবং বাঁশখেদি গ্রামের মধ্যবর্তী এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নির্যাতিত নারীর অভিযোগ, স্বামীর সম্মতিতেই বিচ্ছেদ হয়েছে তাদের। এরপরই তিনি অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু এই ঘটনায় শ্বশুড়বাড়ির পারিবারের সদস্যরা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করেছেন।
মন্তব্য করুন