- আন্তর্জাতিক
- বাংলাদেশি প্রবাসীকে নির্যাতন, সিঙ্গাপুরে সাবেক অভিনেতার জেল
বাংলাদেশি প্রবাসীকে নির্যাতন, সিঙ্গাপুরে সাবেক অভিনেতার জেল

হুয়াং ইলিয়াং- সংগৃহীত
বাংলাদেশি এক প্রবাসী নির্যাতনের দায়ে সিঙ্গাপুরের সাবেক অভিনেতা ও পরিচালক হুয়াং ইলিয়াংকে ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দুটি কোম্পানির মালিক ইলিয়াংকে তিন হাজার ৩০০ ডলার জরিমানাও করা হয়েছে।
শুক্রবার এ আদেশ দেওয়া হয়। ২০১৮ সালে ওই বাংলাদেশি নির্যাতনের শিকার হয়েছিলেন। খবর এশিয়াওয়ানের
৫৯ বছর বয়সী সিঙ্গাপুরের ওই নাগরিক জাহিদুল নামে ওই বাংলাদেশিকে একটি ধাতব যন্ত্র দিয়ে দুইবার খুব জোরে আঘাত করেছিলেন। একটি আঘাত করা হয়েছিল জাহিদুলের তলপেটে এবং আরেকটি তার মাথার খুলিতে। এতে জাহিদুল গুরুতর আহত হন।
২০১৮ সালের ১১ ডিসেম্বর ব্র্যাডেল রোডে অবস্থিত সিঙ্গাপুর ইসলামিক হাবে এ ঘটনা ঘটে।
মন্তব্য করুন