- আন্তর্জাতিক
- ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য, ভারতে শীর্ষ বিচারকের পদত্যাগ দাবি
ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য, ভারতে শীর্ষ বিচারকের পদত্যাগ দাবি

ছবি: আল জাজিরা
ভারতে ধর্ষণবিষয়ক এক মামলার শুনানিতে বিতর্কিত মন্তব্যের কারণে প্রধান বিচারপতি শারদ অরবিন্দ বোবডের পদত্যাগ দাবি করেছেন হাজার হাজার মানুষ। প্রায় ৫ হাজার মানুষের স্বাক্ষর নিয়ে একটি আবেদনে বলা হয়েছে, প্রধান বিচারপতি ধর্ষককের পক্ষ নিয়ে যে কথা বলেছেন, এর পর তার আর সে পদে থাকার অধিকার নেই। খবর আল জাজিরার।
বাণী সুব্রাহ্মনিয়াম নামের একজন প্রচারক বলেছেন, নারী অধিকারকর্মীদের এর বিরুদ্ধে সংগঠিত হয়ে প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে খোলা চিঠি দেয়া উচিত।
মঙ্গলবার ওই শুনানিতে প্রধান বিচারপতি বোবডে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে বলেন, ‘তুমি যদি তাকে (মেয়েটিকে বিয়ে করতে রাজি থাক, তাহলে তোমাকে আমরা সহায়তা করব। আর যদি রাজি না হও, তাহলে তুমি তোমার চাকরি হারাবে এবং তোমাকে জেলে যেতে হবে।’
বোবডের এই মন্তব্যে দেশটির নারী অধিকারকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খোলা চিঠিতে বলা হয়, অভিযুক্ত চার বছর আগে মেয়েটিকে পেট্রল ছিটিয়ে পুড়িয়ে ফেলা এবং তারভাইকে হত্যার ভয় দেখিয়ে মেয়েটিকে বারবার ধর্ষণ করেছে।
প্রধান বিচারপতিকে বলা হয়, আপনি ধর্ষিতাকে অপান করেছেন এবং ধর্ষককে তার অপকর্ম চালিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন। মেয়েটি ধর্ষিতা হওয়ার পর লজ্জায় ঘৃণায় আত্মহত্যার কথা ভেবেছিল।
২০১২ সালে নয়াদিল্লিতে একটি বাসে এক ছাত্রী গণধর্ষণ ও হত্যার পর থেকে যৌন সহিংসতার বিষয়ে ভারতের নজিরবিহীন রেকর্ড আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সে ঘটনায় দেশব্যাপী বিক্ষোভের সূত্রপাত হয়।
মন্তব্য করুন