- আন্তর্জাতিক
- যুক্তরাষ্ট্র এখনও করোনার বিরুদ্ধে জীবনমরণ লড়াই করছে: বাইডেন
যুক্তরাষ্ট্র এখনও করোনার বিরুদ্ধে জীবনমরণ লড়াই করছে: বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন- সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাসেরে বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এখনও জীবনমরণ লড়াই করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়া সাব ইউবারের একটি টিকা সাইট পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
বাইডেন প্রশাসন গত ৭৫ দিনে ১৫ কোটি মানুষকে টিকা দিয়েছে। প্রশাসনের প্রাথমিক লক্ষ্য ছিল ১০০ দিনে কমপক্ষে ১০ কোটি মানুষকে টিকা দেওয়া। সে হিসেবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে টিকাদানের সংখ্যা। তবে তাদের চূড়ান্ত লক্ষ্য হলো ১০০ দিনে ২০ কোটি মানুষকে টিকার আওতায় নিয়ে আসা। খবর এনডিটিভির
জো বাইডেন বলেন, টিকা দেওয়ার এ পদক্ষেপে আমাদের সন্তুষ্টির কিছু নেই। এখনও করার মতো অনেক কাজ বাকি রয়েছে। আমাদের জীবন দুলছে সূক্ষ্ম সুতোর ওপর। আমাদের সবার উচিত, বারবার হাত ধোয়া এবং সিডিসির পরামর্শ মতো মাস্ক পরা।
বাইডেনের ধারণা, নতুন করে সংক্রমণ সংখ্যা বাড়ছে। হাসপাতালেও রোগীর সংখ্যা আগের চেয়ে বেড়ে গেছে।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
বাইডেন বলেন, যারা মারা গেছেন, তারা মারা গেছেন। আমাদের এখন চিন্তা করতে হবে কীভাবে ৪ জুলাই; আমাদের স্বাধীনতা দিবসের আগে এপ্রিল, মে ও জুন মাসে কত মানুষকে আমরা বাঁচাতে পারি, তার।
মন্তব্য করুন