- আন্তর্জাতিক
- আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে নেবে জার্মানিও
আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে নেবে জার্মানিও

ছবি: এনডিটিভি
আফগানিস্তান থেকে নিজেদের সেনা ফিরিয়ে নেওয়ার কথা ভাবছে জার্মানিও। এ নিয়ে পরিকল্পনাও শুরু হয়ে গেছে। জুলাইয়ের শুরুতেই শুরু হয়ে যেতে পারে সেনা প্রত্যাহারের কাজ।
যুক্তরাষ্ট্র ১১ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার করার ঘোষণা দেওয়ার পরই জার্মানির পক্ষ থেকে এ ঘোষণা এসেছে। খবরে এএফপি ও এনডিটিভির
এএফপি জানিয়েছে, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণলায়লের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা শিগগিরই আফগানিস্তান থেকে সেনাদের ফিরিয়ে আনতে চাইছি। আগামী ৪ জুলাইকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত সামরিক জোট ন্যাটোর কাছ থেকে আসবে বলেও জানিয়েছেন ওই মুখপাত্র। ন্যাটোও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কার্যক্রম শুরু করতে যাচ্ছে ১ মে থেকে।
আফগানিস্তানে ন্যাটোর মোট নয় হাজার ৬০০ সেনা রয়েছে। এদের রয়েছে ন্যাটোর দেওয়া প্রশিক্ষণও। তবে এরা যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের ওপর নির্ভরশীল। ৩৬টি সদস্য দেশ ও মিত্র দেশ থেকে এসব সেনা এনেছে ন্যাটো।
ন্যাটোতে জার্মানির সেনা সংখ্যা এক হাজার ১০০। ন্যাটোতে যুক্তরাষ্ট্রের পরেই সবচেয়ে বেশি সেনা তাদের।
আফগান সরকার ও তালেবানের মধ্যে আলোচনায় এখন অচলাবস্থা চলছে। এরপরও জার্মানি সেনা প্রত্যাহারের এ সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, সন্ত্রাসের ঘাঁটি সরে গেছে। এখন ছড়িয়ে পড়েছে। আফগানিস্তানে না থেকে অন্যত্র চোখ রাখতে হবে।
আরও পড়ুন>> ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সেনা সরাবে যুক্তরাষ্ট্র
মন্তব্য করুন