বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে সরকার গড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। হেভিওয়েট তারকা প্রার্থী থাকা সত্ত্বেও টালিগঞ্জে বদলায়নি বিজেপির ভাগ্য। গেরুয়া শিবিরের প্রার্থী বাবুল সুপ্রিয়কে ৩৭ হাজার ২৫৮ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস।

হারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবুল লিখেছেন,  আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাব না কিংবা বলব না মানুষের রায় মাথা পেতে নিলাম। কারণ আমি মনে করি বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করেছে বিজেপিকে সরকার গড়ার সুযোগ না দিয়ে। বরং দুর্নীতিপরায়ণ, অসৎ, অসমর্থ একটা সরকার নির্বাচন করেছে। খবর হিন্দুস্তান টাইমসের

বাবুল আরও লেখেন, একজন আইন মেনে চলা নাগরিক হিসেবে একটা গণতান্ত্রিক দেশের মানুষের রায়কে শুধু মেনে চলবো মাত্র, কেবল এইটুকুই, এর চেয়ে বেশি কিছু না। পরে যদিও এই পোস্ট মুছে দেন বাবুল সুপ্রিয়।