দলের জয়ী বিধায়কদের নিয়ে সোমবার দুপুরে তৃণমূল ভবনে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

জানা গেছে, বিধায়কদের সঙ্গে সর্বপ্রথম রাজ্যের কভিড-১৯ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার

কভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। পশ্চিমবঙ্গেও বেশ কিছু বিধিনিষেধ জারি হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতি সামাল দিতে তা পর্যাপ্ত নয়। মনে করা হচ্ছে, তৃতীয়বারের জন্য শপথ নেওয়ার আগে এই বৈঠকেই করোনা পরিস্থিতি মোকাবিলায় দলের জয়ী বিধায়কদের দায়িত্ব বণ্টন করে দিতে পারেন মমতা। 

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে নতুন মন্ত্রিসভা গঠন নিয়েও আভাস দিতে পারেন মুখ্যমন্ত্রী। বিদায়ী মন্ত্রিসভার কেউ কেউ আগামী মন্ত্রিসভায় নাও থাকতে পারেন বলেই মনে করা হচ্ছে। সোমবারের বৈঠকেই সে বিষয়ে ইঙ্গিত দিতে পারেন মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে এক ঝাঁক নতুন মুখের দেখা মিলবে মমতার নতুন মন্ত্রিসভায়। 

বৈঠক শেষ করেই সন্ধ্যায় রাজভবন যাবেন মমতা। সেখানে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে তৃতীয় বারের জন্য সরকার গঠনের প্রস্তাব দেবেন তিনি।