ভারতের কর্নাটকের একটি সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে করোনা রোগীসহ ২ ঘণ্টায় মারা গেছে ২৪ জন রোগী। রোববার রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত অক্সিজেনের ঘাটতি পড়ায় তাদের মৃত্যু হয়েছে।

অক্সিজেনের অভাবেই তাদের মৃ্ত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই হাসপাতালে ১৪৪ জন রোগীর চিকিৎসা চলছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে মৃতদের মধ্যে কতজন করোনা রোগী ছিল তা জানা যায়নি। খবর এনডিটিভির

রাজ্যটির মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জেলা কর্মকর্তাদের এ ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩ লাখ ৬৮ হাজার ১৪৭ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয় স্থানে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ হাজার ৪১৭ জন। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন ২ লাখ ১৮ হাজার ৯৫৯ জন।