- আন্তর্জাতিক
- ছোটদের জন্য বই লিখছেন মেগান
ছোটদের জন্য বই লিখছেন মেগান

ছোটদের জন্য বই লিখছেন প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল। আগামী ৮ জুন বইটি প্রকাশ হবে বলে জানিয়েছে তাদের প্রতিষ্ঠিত ফাউন্ডেশন। প্রিন্স হ্যারির অনুপ্রেরণায বইটি লেখা হচ্ছে বলে জানিয়েছেন মেগান।
বইটিতে ছবি আঁকার কাজ করছেন ক্রিশ্চিয়ান রবিনসন। খবর ডন অনলাইনের
এক বিবৃতিতে মেগান বলেন, 'বইটি আমার স্বামীর জন্য বাবা দিবস উপলক্ষে লিখেছি। আমাদের সন্তান আর্চির জন্মের পরে সেটি লেখা।'
মেগান বলেন, 'বইটি লেখার উদ্দেশ্য হলো সব ক্ষেত্রে পিতা-পুত্রের সম্পর্ক উষ্ণ রাখার চেষ্টা করা। আমার আশা, প্রতিটি পরিবারে সন্তানের সঙ্গে পিতার সম্পর্ক হবে উষ্ণ ও আন্তরিক।'
বৃহস্পতিবার আর্চির বয়স দুই বছর হবে বলে জানান মেগান। মেগান গত বছর ব্রিটিশ রাজ পরিবার ত্যাগ করে স্বামীসহ ক্যালিফোর্নিয়ায় চলে আসেন।
গত মার্চে অপরাহ্ উইনফ্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ রাজপরিবারে বর্ণবাদের কথা তুলে ধরেন মেগান। সাক্ষাৎকারে মেগান বলেন, ব্রিটিশ রাজপরিবারে তার দিনগুলো সুখকর ছিল না।
মন্তব্য করুন