আফ্রিকায় পাওয়া গেছে ৭৮ হাজার বছর আগের একটি কবর। এ মহাদেশের পূর্বের দেশ কেনিয়ার ওই কবরে পাওয়া দেহাবশেষগুলো পরীক্ষা করে জানা গেছে, সেটি একটি শিশুর মরদেহ ছিল, যা এ পর্যন্ত পাওয়া আফ্রিকার সবচেয়ে পুরোনো। দেশটির উপকূলীয় অঞ্চলের পাঙ্গা ইয়া সাইদি গুহায় ওই শিশুটিকে কবর দেওয়া হয়েছিল। গবেষকরা বলেছেন, যে শিশুটির দেহাবশেষ পাওয়া গেছে তার বয়স তিন বছরের বেশি ছিল না। তার মাথা একটি আবরণে মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে, তার মাথার নিচে বালিশও ছিল। এটি প্রস্তর যুগের সর্বশেষ আবিস্কৃত কবর। কবরের মাটিতে খোদাই করা নানা রঙের কিছু বস্তু ও অলংকার পাওয়া গেছে। গত বুধবার নেচার সাময়িকীতে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।
প্রস্তর যুগের শিশুটির দেহাবশেষ পাওয়া যায় ২০১৩ সালে। প্রথমে হাড়গোড় নেওয়া হয় কেনিয়ার জাতীয় জাদুঘরে। তারপর সেগুলো পাঠানো হয় স্পেনে। সংরক্ষণ করা হয় দেশটির ন্যাশনাল রিসার্চ সেন্টার অন হিউম্যান এভলিউশনে। শুরু হয় বিস্তর গবেষণা। গবেষণাপত্রের অন্যতম প্রধান লেখক ও স্পেনের ন্যাশনাল রিসার্চ সেন্টার অন হিউম্যান এভলিউশনের পরিচালক মারতিনন-তোরেস বলেন, প্রথমে মাথার খুলি ও মুখমণ্ডল নিয়ে কাজ করি। দেখা যায়, মেরুদণ্ড ও পাঁজর আশ্চর্যজনকভাবে ভালোভাবে সংরক্ষিত ছিল। এমনকি বুকের হাড়গোড়ও অনেকটা অক্ষত ছিল। সূত্র :এএফপি।

বিষয় : পুরোনো কবর

মন্তব্য করুন