- আন্তর্জাতিক
- গুজরাট উপকূলে ২০০ কিমি বেগে আছড়ে পড়তে পারে ‘তাউতে’
গুজরাট উপকূলে ২০০ কিমি বেগে আছড়ে পড়তে পারে ‘তাউতে’

মুম্বাইতে শুরু হয়েছে বৃষ্টি-হিন্দুস্তান টাইমস
ভারতের গুজরাট উপকূলে ২০০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় ‘তাউতে’ আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
সোমবার রাত ৮টা থেকে ১১টার মধ্যে গুজরাতের উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে জানিয়েছে তারা।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সেই সঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়বে।
এ পরিস্থিতিতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মুম্বাই বিমানবন্দর। বৃষ্টির পরিমাণ বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। খবর এনডিটিভির
প্রশাসনের পক্ষ থেকে বলা বয়েছে, গুজরাট উপকূলের পোরবন্দর ও ভাবনগর জেলার ২৫ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকা থেকে দেড় লাখ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
পোরবন্দর, আমরেলি, জুনাগড়, গির সোমনাথ, ভাবনগরের উপকূল ও আমদাবাদের উপকূল এলাকায় বিপুল ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের।
সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে মুম্বাইয়ে। ইতোমধ্যে চেন্নাই থেকে মু্ম্বাইয়ের একটি বিমানকে ঘুরিয়ে সুরাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। মুম্বাই শহরে পুর এলাকার প্রতিটি ওয়ার্ডে পাঁচটি করে অস্থায়ী কেন্দ্র তৈরি করা হয়েছে। আপাতত মুম্বইয়ে ৭৫-৮৫ কিলোমিটার গতিতে বাতাস বইছে, সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি।
প্রশাসন জানিয়েছে, গুজরাট ও মহারাষ্ট্রের মোট ৭ হাজার মৎস্যজীবীদের নৌকা উপকূলে ফিরে এসেছে।
মন্তব্য করুন