ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের

ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের

জো বাইডেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২১ | ২২:২৭ | আপডেট: ১৭ মে ২০২১ | ২২:৫৭

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে গত আট দিনের রক্তক্ষয়ী সহিংসতার পর যুদ্ধবিরতির আহ্বান  জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন সোমবার যুদ্ধবিরতির এ আহ্বান জানান। 

তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন। এই ফোনকলেই বাইডেন ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির পক্ষে তার সমর্থন প্রকাশ করেন। খবর আল জাজিরার

বাইডেন-নেতানিয়াহুর মধ্যকার ফোনালাপ নিয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির পক্ষে তার সমর্থন প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে, দুই পক্ষের মধ্যে সংঘাত বন্ধে মিসরসহ অন্যান্য অংশীদার দেশের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র।

এদিকে বাইডেনের আহ্বানের পরেও মঙ্গলবার গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। 

গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬১ জন শিশু রয়েছে। আহত হয়েছেন প্রায় ১ হাজার ৫০০ জন। 

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় গাজায় ৩৮ হাজার মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে আড়াই হাজার।

হামলার পাল্টা জবাব হিসেবে গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়া হচ্ছে। সেখানে ১০ জন নিহত হওয়ার তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

×