- আন্তর্জাতিক
- উপকূলবর্তী বিভিন্ন রাজ্যে আঘাত হেনে শক্তি হারাল ঘূর্ণিঝড় 'তাউতে'
উপকূলবর্তী বিভিন্ন রাজ্যে আঘাত হেনে শক্তি হারাল ঘূর্ণিঝড় 'তাউতে'

ভারতের উপকূলবর্তী মহারাষ্ট্র, গুজরাট, গোয়া, কর্নাটক, কেরালায় আঘাত হানার পর শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় 'তাউতে'। এর দাপটে এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার রাত ৯ টায় ভারতের বিভিন্ন রাজ্যে ঘূর্ণিঝড়টি আঘাত হানে।
দেশটির আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী কয়েক ঘণ্টায় ঘূর্ণিঝড়টি আরও দুর্বল হয়ে পড়বে। তবে এর দাপটে মঙ্গলবারও উপকূলবর্তী গুজরাট এবং দক্ষিণ রাজস্থানের একাধিক জায়গায় দিনভর বৃষ্টি হবে। খবর হিন্দুস্তান টাইমসের
এদিকে, ঘূর্ণিঝড় 'তাউতে'র আঘাতে এরই মধ্যে বিভিন্ন রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গুজরাট কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের দাপটে রাজ্যের জুনাগড়, আমরেলি এবং ভাবনগর জেলায় অসংখ্য গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই জেলাগুলিতে যোগাযোগ ব্যবস্থা কার্যত ধসে পড়েছে। তবে এখন পর্যন্ত গুজরাট রাজ্যের সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাজ্যের সব স্থানে পৌঁছানো দুষ্কর হয়ে উঠেছে।
ঘূর্ণিঝড় 'তাউতে'র তাণ্ডবে মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে নয় জন। ঘূর্ণিঝড়ের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে মুম্বাই বিমানবন্দর। প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ার দাপটে মুম্বাইয়ের লোকাল ট্রেন পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টিতে মু্ম্বাইয়ের বহু জায়গায় পানি জমে গিয়েছে। শুধু মহারাষ্ট্রই নয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে দমন–দিউ এলাকাতেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
কর্নাটকের বিপর্যয় মোকাবিলা বাহিনীর রিপোর্ট অনুযায়ী, কর্নাটকের ৭টি জেলার ১২১টি গ্রামে ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে। এখন পর্যন্ত এই রাজ্যে ৮ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।
মন্তব্য করুন