- আন্তর্জাতিক
- স্ত্রীকে ট্রুডোর চুম্বন, ছবি ভাইরাল
স্ত্রীকে ট্রুডোর চুম্বন, ছবি ভাইরাল

শুধু কানাডায় নয়, সারাবিশ্বেই জনপ্রিয় জাস্টিন ট্রুডো। রাষ্ট্রনেতা হিসেবে যেমন দায়িত্ববান ও প্রভাবশালী, তেমনি প্রেমিক ও স্বামী হিসেবেও চমৎকার কানাডার প্রধানমন্ত্রী।
শনিবার ছিল ট্রুডো-সোফি দম্পতির বিবাহবার্ষিকী। এ উপলক্ষে স্ত্রীর ঠোঁটে উষ্ণ চুম্বন করা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সঙ্গে লেখেন আবেগময় বার্তা। ভক্তরাও তাদের এ ছবি সাদরে গ্রহণ করে জানিয়েছেন বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
বরফে ঢাকা পাহাড় চূড়ার সামনে স্ত্রীকে চুম্বনরত অন্তরঙ্গ ছবিটি পোস্ট করে ট্রুডো লেখেন, 'শুভ বিবাহবার্ষিকী আমার ভালোবাসা! তুমি পাশে থাকলে আমার প্রত্যেকটা দিন রোমাঞ্চকর কাটে। আই লাভ ইউ সোফি।'
২০০৪ সালের ২৯ মে নিজের ছোটবেলার বান্ধবী সোফি গ্রগরিকে বিয়ে করেন জাস্টিন ট্রুডো। সোফি পেশায় ছিলেন টেলিভিশনের সঞ্চালিকা। তিন সন্তান নিয়ে সুখের সংসার জাস্টিন-সোফি দম্পতির।
মন্তব্য করুন