করোনা আক্রান্ত হলে আইসোলেশনে থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কিন্তু করোনা আক্রান্ত এক নারী কিছুতেই মানতে পারছিলেন না আইসোলেশনে থাকার বিধি নিষেধ। পরিবারের সবাই তার সঙ্গে দুরত্ব বজায় রাখায় নিজেকে অবাঞ্চিত মনে হচ্ছিল তার। ভেতরে ভেতরে যথেষ্ট ক্ষুদ্ধ হচ্ছিলেন তিনি। শেষ পর্যন্ত ক্ষোভের বহিঃপ্রকাশ করেন অদ্ভুত এক কাণ্ডের মাধ্যমে। পুত্রবধূ তার জন্য খাবার নিয়ে গেলে জোর করে তাকে জড়িয়ে ধরেন ওই নারী। পরবর্তীতে পুত্রবধূরও করোনা শনাক্ত হয়। খবর টাইমস নাউ নিউজের

ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের সমারিপেটা গ্রামে। করোনা আক্রান্ত শনাক্ত গৃহবধূ জানান, শাশুড়ি করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকায় নিজের দুই শিশু সন্তানকে দাদির কাছে যেতে দেননি তিনি। নিজেও দুরত্ব বজায় রেখে শাশুড়িকে খাবার দিতেন। কিন্তু সবাই তার কাছ থেকে দূরে আছে এটা কিছুতেই মানতে পারছিলেন না শাশুড়ি। পরে ওই গৃহবধূ খাবার নিয়ে কাছে যেতেই জোর করে তাকে জড়িয়ে ধরেন শাশুড়ি। সেই সঙ্গে বলতে থাকেন, তোমারও করোনা হোক। পাশাপাশি শাশুড়ি আরও বলেন, আমি মরে গেলেও তোমরা সবাই ভালো থাকতে চাও। তোমারও করোনা হওয়া উচিত।

পরবর্তীতে করোনা পরীক্ষা করানো হয় ওই গৃহবধূরও। এতে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। প্রায় সঙ্গে সঙ্গেই ওই গৃহবধূকে বের করে দেওয়া হয় শ্বশুরবাড়ি থেকে। পরে তার বোন খবর পেয়ে তাকে রজান্যা জেলার থিমাপুরে নিজের বাড়িতে নিয়ে যান। এখন সেই বাড়িতেই আইসোলেশনে রয়েছেন ওই গৃহবধূ। চলছে চিকিৎসাও।