ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোটভুক্ত ২৭ দেশের বিমানবন্দর ও আকাশসীমায় বেলারুশের বিমান চলাচলে নিষেধাজ্ঞা এসেছে।  

গত মাসে যাত্রীবাহী একটি উড়োজাহাজকে জোর করে মিনস্কে নামিয়ে ভিন্নমতাবলম্বী সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে গ্রেপ্তারের পর এ সিদ্ধান্ত নিয়েছে ইইউ। 

সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল ইইউ’র সদস্য দেশগুলো। 

বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার ইউরোপীয় সময় মধ্য রাত থেকে ২৭ দেশের আকাশসীমায় বেলারুশের বিমান নিষিদ্ধ হয়েছে। 

ইউরোপীয় ইউনিয়নের বিমান চলাচল নিরাপত্তা সংস্থা (ইএএসএ) এক নির্দেশনায় ইইউভুক্ত দেশগুলোর বিমানগুলোকে জরুরি প্রয়োজন ছাড়া বেলারুশের আকাশসীমা এড়িয়ে চলতে আহ্বান জানিয়েছে।

এর আগে লুফথানসা ও এয়ার ফ্রান্সের মতো বেশ কয়েকটি বিমান সংস্থা বেলারুশের ওপর দিয়ে বিমান না চালানোর ঘোষণা দিয়েছিল।

তবে ইইউ’র সিদ্ধান্তের সমালোচনা করে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের মহাপরিচালক উইলি ওয়ালশ বলেছেন, “এয়ারলাইনসের চলাচলে রাজনৈতিক হস্তক্ষেপ থাকা উচিৎ নয়।”

২৬ বছর বয়সী সাংবাদিক রোমান প্রোতাসেভিচ গত ২৩ মে তিনি রায়ানএয়ারের একটি ফ্লাইটে গ্রিস থেকে লিথুনিয়া যাচ্ছিলেন। বোমা আতঙ্কের কথা বলে বেলারুশ ওই ফ্লাইটটিকে মিনস্কে নামতে বাধ্য করে। কর্তৃপক্ষ পরে বিমানটির যাত্রী প্রোতাসেভিচ ও তার বান্ধবীকে গ্রেপ্তার করে।

পরে বেলারুশের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রোতাসেভিচকে কান্নায় ভেঙে পড়ে সরকারবিরোধী বিক্ষোভ সংগঠিত করার দোষ স্বীকার করে নিতে দেখা যায়। 

তার পরিবারের অভিযোগ করেছে, প্রোতাসেভিচকে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে। 

বিভিন্ন মানবাধিকার সংগঠন ও ভিন্নমতাবলম্বীরা এ ঘটনায় নিন্দা জানিয়েছে।