- আন্তর্জাতিক
- রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিলো মিয়ানমারের ঐক্য সরকার
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিলো মিয়ানমারের ঐক্য সরকার

ছবি: সংগৃহীত
বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন দেবে বলে জানিয়েছে মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার। পাশাপাশি ক্ষমতায় গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংখ্যালঘু রোহিঙ্গাদের অংশগ্রহণ নিশ্চিত ও তাদের নাগরিকত্ব দেওয়া হবে এমন প্রতিশ্রুতিও দিয়েছে।
এসময় রোহিঙ্গা জনগোষ্ঠীকে সামরিক জান্তা হটানোর চলমান লড়াইয়ে অংশ নেওয়ার আহ্বানও জানায় এ সরকার। গত বৃহস্পতিবার ছায়া সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে গিয়ে একটি বিবৃতি দেওয়া হয়। খবর দ্য ডিপ্লোম্যাটের
বিবৃতিতে ঐক্য সরকার বলেছে, আমরা রোহিঙ্গাদের জান্তাবিরোধী চলমান লড়াইয়ে অংশ নিতে আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে রোহিঙ্গা শব্দটি ব্যবহার করা হয়েছে। এর আগে সু চির এনএলডি সরকার এ শব্দের ব্যবহার এড়িয়ে যেত। রোহিঙ্গাদের ‘রাখাইনে বসবাসকারী মুসলিম’ বলে সম্বোধন করা হত তখন।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে রক্তপাতহীন সেনা অভ্যুত্থান হয়। গতবছরের নভেম্বরের সাধারণ নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নিরঙ্কুশ জয় প্রত্যাখ্যান করে ক্ষমতা দখল করে নেয় সামরিক বাহিনী। আটক করা হয় সু চিসহ এনএলডির কয়েকজন শীর্ষ নেতাকে।
এরপর থেকে জান্তাবিরোধী তুমুল বিক্ষোভে দেশটিতে ৮৪০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। নিজ দেশের মানুষের ওপর দমনপীড়ন চালানোয় জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের ওপর দেশি-বিদেশি চাপ বেড়েছে। রাষ্ট্রক্ষমতা থেকে জান্তাদের হটাতে এনএলডির ক্ষমতাচ্যুত আইনপ্রণেতারা গঠন করেছেন জাতীয় ঐক্য সরকার।
মন্তব্য করুন