- আন্তর্জাতিক
- জি-৭-এর ঐতিহাসিক চুক্তি, বহুজাতিক কোম্পানির ওপর কর আরোপ
জি-৭-এর ঐতিহাসিক চুক্তি, বহুজাতিক কোম্পানির ওপর কর আরোপ

লন্ডনে জি-৭ বৈঠকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর অর্থমন্ত্রীরা। ছবি: রয়টার্স
গুগল, অ্যাপল এবং অ্যামাজনের মতো বহুজাতিক কোম্পানিগুলোর ওপর কর আরোপ নিয়ে এক ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছেন বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-৭-এর অর্থমন্ত্রীরা।
শনিবার লন্ডনে জি-৭-এর অর্থমন্ত্রীদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর ফলে এখন থেকে গুগল, অ্যাপল এবং অ্যামাজনের মতো বহুজাতিক কোম্পানিগুলোকে ১৫ শতাংশ কর দিতে হবে। খবর রয়টার্সের
কোম্পানিগুলোর ওপর কর আরোপের ফলে এসব দেশের সরকারের হাতে বিলিয়ন বিলিয়ন ডলার আসবে। এই অর্থ করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যয় করবে দেশগুলো।
লন্ডনে দু'দিনব্যাপী বৈঠকের পর ব্রিটিশ অর্থমন্ত্রী রিশি সুনাক বলেন, জি-৭ এর অর্থমন্ত্রীরা বৈশ্বিক কর ব্যবস্থাকে সংস্কারের জন্য এই ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছেন।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি জেনেট ইয়েলেন বলেন, জি-৭ এর এই চুক্তি অবিস্মরণীয়। এর ফলে কর ব্যবস্থায় সাম্যতা আসবে।
অন্যান্য দেশও যাতে এসব কোম্পানির ওপর কর আরোপ করে সেজন্য তাদের ওপর চাপ তৈরির চেষ্টা করা হবে। আগামী মাসে জি-২০-এর বৈঠকেই বিষয়টি আলোচনায় উঠবে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন