আণুবীক্ষণিক জীব বিডেলয়েড রটিফার। ২৪ হাজার বছর ধরে ঘুমিয়ে ছিল সাইবেরিয়ার আলাজিয়া নদীর তলদেশে। এই আণুবীক্ষণিক জীব আবার প্রাণবন্ত হয়ে উঠেছে এবং অবিচ্ছিন্নভাবে পুনরুত্পাদন শুরু করেছে।বিশ্বজুড়ে মিঠা পানির আবাসে পাওয়া বহুকোষী জীব বিডেলয়েড রটিফার চরম ঠান্ডা সহ্য করতে সক্ষম বলে জানা যায়।খবর এনডিটিভির।

আগের গবেষণাগুলোতে বলা হয়েছিল যে, মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিমশীতল হয়ে গেলেও এটি এক দশক পর্যন্ত বেঁচে থাকতে পারে। কিন্ত কারেন্ট বায়োলজি জার্নালে সম্প্রতি প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, হিমশীতল অবস্থায় দীর্ঘতম সময় বেঁচে থাকার রেকর্ড সময়কাল এই অণুজীবটির।।

নমুনাটি মাটির ৩.৫ মিটার নিচে থেকে থেকে উদ্ধার করা হয়েছিল।

গবেষণায় বলা হয়েছে, এই উপাদানটি ২৩ হাজার ৯৬০ থেকে ২৪ হাজার ৪৮৫ বছর সময়কালের মধ্যে অস্তিত্বশীল ছিল।

বিজ্ঞানীরা এর আগে উত্তর সাইবেরিয়ার দুটি জায়গায় পলল থেকে নিম্যাটড নামক আণুবীক্ষণিক কৃমি পুনরুদ্ধার করেছিল যাদের অস্তিত্ব ছিল ৩০,০০০ বছরেরও বেশি সময় আগে ।