- আন্তর্জাতিক
- 'যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের চিন্তা করছে না উত্তর কোরিয়া'
'যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের চিন্তা করছে না উত্তর কোরিয়া'

যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনও যোগাযোগের কথা বিবেচনা করছে না উত্তর কোরিয়া; যা কেবল সময় নষ্ট করবে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি সন গোয়ান স্থানীয় সময় বুধবার এ কথা জানান বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে রি সন গোয়ান বলেন, এমনকি আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের যোগাযোগের সম্ভাবনার বিষয়টিও বিবেচনা করছি না।
তিনি বলেন, যা ঘটার ঘটুক। আমাদের কোথাও পাবেন না। এটা শুধু মূল্যবান সময়ই নেবে।
গত সোমবার উত্তর কোরিয়াবিষয়ক মার্কিন দূত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে জানিয়েছিলেন, আলোচনার বিষয়ে পিয়ংইয়ংয়ের কাছ থেকে শিগগির একটি ইতিবাচক সাড়া পাওয়ার আশায় আছেন তিনি।
মার্কিন দূতের বক্তব্যের পর মঙ্গলবার উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বোন কিম ইয়ো জং পিয়ংইয়ংয়ের সংকেতকে যুক্তরাষ্ট্র ভুলভাবে নিচ্ছে বলে মন্তব্য করেন। সর্বশেষ বিষয়টি নিয়ে কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী।
মন্তব্য করুন