চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার এক নারী একসঙ্গে ১০ সন্তান জন্ম দিয়েছেন বলে সংবাদমাধ্যমে যে খবর পাওয়া গিয়েছিল তা সঠিক নয়। 

দেশটির গৌতেং প্রদেশের সরকার জানিয়েছে, একসঙ্গে ১০ সন্তান জন্মদানের ঘটনার রেকর্ড তাদের কোনো হাসপাতালে নেই। খবর বিবিসির

একসঙ্গে ১০ সন্তান জন্ম দেওয়ার দাবি করা ওই নারীর নাম গোসিয়ামি থামারা সিথোল। তার বয়স ৩৭ বছর।

স্বাস্থ্য পরীক্ষা করে দেখা গেছে, সিথোল সম্প্রতি গর্ভবতীও ছিলেন না। 

সিথোলের সন্তান জন্মদানের ঘটনার খবর সবার আগে প্রচার করে প্রিটোরিয়া নিউজ। এ ঘটনায় সত্য সামনে আসার পর এডিটর পিট রাম্পেদী দুঃখ প্রকাশ করে বলেছেন, প্রতিবেদনটি প্রকাশ করার আগে বিষয়টি খতিয়ে দেখা তাদের উচিত ছিল।

ভুল সংবাদ প্রকাশ করায় তিনি ক্ষমাও চেয়েছেন। 

গত ৭ জুন সিথোল স্টিভ বিকো একাডেমিক হাসপাতালে (এসবিএইচ) একসঙ্গে ১০ সন্তান জন্ম দেন বলে খবর দেয় প্রিটোরিয়া নিউজ। তবে সন্তান জন্মদানের পর তিনি অভিযোগ করেন, হাসপাতালের কর্মীরা প্রস্তুত ছিলেন না।

তার অভিযোগকে ভিত্তি করে স্থানীয় কয়েকটি গণমাধ্যম তদন্তে নামে। এরপর ঘটনাটি সাজানো বলে জানা যায়। 

ওই নারীর পরিকল্পনা ছিল ১০ সন্তান জন্মের ঘটনা সামনে এনে খরচ মেটাতে সক্ষম নয় বলে মানুষের অর্থ সহযোগিতা চাওয়া। মূলত জনসাধারণের অর্থসহযোগিতা পাওয়ার আশায়  ঘটনাটি সাজান তিনি। 

১০ সন্তান জন্মের খবর প্রকাশের পর কয়েকদিনের মধ্যেই প্রায় এক মিলিয়ন রেন্ড (স্থানীয় মুদ্রা) ওই নারীর ব্যাংক হিসাবে জমা হয়। 

সিথোল পরে জানান, এই ঘটনা সামনে এনে মানুষের অর্থসহযোগিতা পাওয়ার জন্যে তিনি এমনটা করেছেন। 

মানসিক অবস্থা বোঝার জন্য তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। প্রয়োজনীয় সব সহায়তা দেওয়াও হবে।

প্রদেশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সিথোলের দাবিটি মিথ্যা। এই ঘটনায় স্টিভ বিকো একাডেমিক হাসপাতাল এবং গৌতেং প্রদেশীয় সরকারের সুনাম নষ্ট করা হয়েছে। 

এদিকে ভুয়া খবর প্রকাশ করায় প্রিটোরিয়া নিউজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রদেশ সরকার জানিয়েছে।