- আন্তর্জাতিক
- এখনই টিকা রফতানির কথা ভাবছে না ভারত
এখনই টিকা রফতানির কথা ভাবছে না ভারত

এখনও বিদেশে টিকা রফতানির কথা ভাবছে না ভারত। দেশটি এখন নিজ দেশে টিকাদান কর্মসূচিতে জোর দিচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী।
টিকা নিয়ে বৃহস্পতিবার (২৪ জুন) নয়া দিল্লিতে ব্রিফিংয়ে এসব কথা বলেন অরিন্দম বাগচী।
তিনি বলেন, টিকা বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। আমাদের টিকা রফতানির বিষয়টি নির্ভর করছে, আমরা কী পরিমাণ টিকা পাচ্ছি আর দেশে আমাদের টিকাদানে কত ভ্যাকিসন লাগবে।
এদিকে, ভারত থেকে টিকা আনার বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, চলতি বছরের অক্টোবরের পর ভারত থেকে টিকা পাবার আশা করছে বাংলাদেশ।
মন্তব্য করুন