বিয়েবাড়িতে কত রকম কাণ্ডই না ঘটে। জিনিসপত্র দেওয়া- নেওয়া, আতিথেয়তা নিয়ে বর-কনের পরিবারের ঝগড়াঝাটি, মনোমালিন্য এসব নতুন কিছু নয়। তাই বলে খাবারের তালিকায় খাসির মাংস না থাকায় বিয়ে ভেঙে দেওয়া, এমন ঘটনা কমই আছে।

সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ভারতের ওডিশা রাজ্যে।  

আনন্দবাজারের খবর, রাজ্যের কেওনঝড়ের বাসিন্দা ২৭ বছরের রমাকান্ত পাত্র বুধবার সুকিন্দা ব্লকের বাঁধাগাঁও গ্রামে বিয়ে করতে যান। কনের পরিবার রীতি অনুযায়ী বরযাত্রীদের অভ্যর্থনা জানিয়ে খাবারের জন্য বসান। এসময় বরযাত্রীরা খাসির মাংস খেতে চান। কিন্তু তাৎক্ষণিক খাসির মাংসের আয়োজনের প্রস্তুতি ছিল না কনের পরিবারের। পরে বিষয়টি নিয়ে বরযাত্রী ও কনের পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনা জানতে পেরে রমাকান্ত প্রচণ্ড রেগে যান এবং বিয়ে ভেঙে দেন। এ সময় কনের পরিবার রমাকান্তকে বিয়ে না ভাঙার জন্য অনুরোধ করলেও তিনি সে কথায় কান দেননি। বরং বরযাত্রীদের নিয়ে কনের বাড়ি থেকে বেরিয়ে যান।

ঘটনা এখানেই শেষ নয়, রাতে রমাকান্ত স্বজনদের নিয়ে গান্ধপালা গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে যান। পরে সে রাতেই কেওনঝড়ে নিজের বাড়িতে ফেরার পথে এলাকার আরেক মেয়েকে বিয়ে করেন।