- আন্তর্জাতিক
- কানাডায় ৮৪ বছরে সর্বোচ্চ তাপমাত্রা
কানাডায় ৮৪ বছরে সর্বোচ্চ তাপমাত্রা

প্রতীকী ছবি
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার লাইটনে রোববার ৮৪ বছরের মধ্যে সর্বোচ্চ ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।
প্রতিবেশী যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যেও অসহনীয় তাপদাহ বয়ে যাচ্ছে। দেশ দুটির কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক করে জানিয়ে দিয়েছে, আরও এক সপ্তাহ তাপমাত্রার এ তীব্র অবস্থা বিরাজ করতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হিসেবে অসহনীয় তাপমাত্রা দেখা দিচ্ছে। তবে একটি নির্দিষ্ট অঞ্চলে হঠাৎ তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সামগ্রিক জলবায়ু পরিবর্তনের যোগসূত্র নিয়ে বিতর্ক রয়েছে।
ক্যালিফোর্নিয়া থেকে কানাডার আর্কটিক অঞ্চল, এমনকি যুক্তরাষ্ট্রের মধ্যভাগের আইডাহো, ওয়াইয়োমিং রাজ্যেও চরম তাপমাত্রা বিরাজ করছে। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়া থেকে রক্ষা পেতে বিভিন্ন শহরের কর্তৃপক্ষ বাসিন্দাদের বাড়তি সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, সিয়াটলে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। স্থানীয় সময় সোমবার শহরটির তাপমাত্রা রেকর্ড ভেঙে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছিল। প্রচণ্ড গরম থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কুলিং সেন্টারে আশ্রয় নিয়েছে অনেক মানুষ।
মন্তব্য করুন