স্বাস্থ্য খাতে নতুন সফলতা আনল কিউবা। করোনা মহামারির শুরুর পর আটলান্টিক পাড়ের দেশটির চিকিৎসাব্যবস্থা বিশ্বে ব্যাপক প্রশংসিত হয়। করোনার কোনো ঢেউই দেশটিকে কাবু করতে পারেনি। এখন পর্যন্ত নিজেদের গবেষণাগারে পাঁচটি করোনার টিকা উদ্ভাবন করেছে দেশটি। এর মধ্যে একটি আবদালা। এই টিকাটি ৯২ দশমিক ২৮ শতাংশ কার্যকরী বলে কিউবার সরকার জানিয়েছে। তবে এটি তিন ডোজের। খবর আলজাজিরার।

বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও ভালো চিকিৎসাব্যবস্থা সমাজতান্ত্রিক এ রাষ্ট্রটিতে। দেশটির রাজধানী হাভানাজুড়ে রয়েছে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। সাধারণ মানুষ এখানে সব সময় চিকিৎসা নিতে পারেন। এসব প্রতিষ্ঠানের প্রতিটিতে একজন করে চিকিৎসক ও নার্স রয়েছেন। তাদের সেখানে থেকেই চিকিৎসাসেবা দিতে হয়। 

মঙ্গলবার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে এই চিকিৎসক ও নার্সদের মানুষের বাড়ি বাড়ি যেতে হচ্ছে। চিকিৎসাসেবা দিতে নয়, কিউবায় উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা নেওয়ার বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে তাদের এই ভ্রমণ। 

কিউবার উদ্ভাবিত সোবেরানা-০২ নামে আরেকটি টিকাও বেশ কার্যকর বলে দাবি করেছে দেশটির সরকার।