ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

জাম্বিয়ায় তামার খনিতে মাটি ধসে বহু শ্রমিক আটকা

জাম্বিয়ায় তামার খনিতে মাটি ধসে বহু শ্রমিক আটকা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ০৮:১৩

জাম্বিয়ায় একটি খনি ধসে মাটির নিচে ৩০ জনেরও বেশি শ্রমিক আটকা পড়েছেন। শুক্রবার চিনগোলার একটি তামার মাইনে এ দুর্ঘটনা ঘটে। 

জাম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাক মুইয়ুমবু সংসদে খনিতে ধসের তথ্য জানান। তিনি বলেন, ‘আমি জাতিকে জানাচ্ছি চিনগোলায় একটি ট্র্যাজেডির মুখে পড়েছি আমরা। ধ্বংসস্তূপের নিচে ৩০ জনের বেশি শ্রমিক আটকা পড়ে আছেন।’ তবে খনি ধসের ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

জাম্বিয়ার খনি মন্ত্রণালয় দুর্ঘটনা সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। 

বিশ্বের যতগুলো দেশ তামা উৎপাদন করে সেগুলোর মধ্যে অন্যতম হলো জাম্বিয়া। চিনগোলা দেশটির কপার-বেল্ট অঞ্চলের অন্তর্ভুক্ত।

whatsapp follow image

আরও পড়ুন

×